মুখ্যমন্ত্রীই হচ্ছেন রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য, প্রস্তাব পাশ রাজ্য মন্ত্রিসভায়
বেস্ট কলকাতা নিউজ : নতুন কিছু নয় রাজ্য-রাজ্যপাল দ্বৈরথের কথা। এবার রাজ্য সরকার আরও এক ধাপ এগলো সরকারি বিশ্ববিদ্যালয়গুলি থেকে আচার্য হিসেবে রাজ্যপালকে সরাতে । গত ২৬ মে গৃহীত হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য করার প্রস্তাব । এবার ওই প্রস্তাবে সিলমোহর পড়লো মন্ত্রিসভায় । এবার এই বিল বিধানসভায় পাঠানো হবে পাশ করানোর জন্য।এই প্রস্তাব পাঠানো হবে বিধানসভায়। আগে যে আইন ছিল, সেখানে রাজ্যপাল আচার্য হতেন রাজ্য সরকারে অধীন সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের। তবে জানানো হয়েছে সেই আইন সংশোধনের জন্য বিধানসভায় পাঠানো হবে বলে। সেই সঙ্গে জানানো হয়েছে, রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রে বিশেষ পরিদর্শকের পদ রাখা হবে। আর সেই আসনে আসীন হবেন রাজ্যের শিক্ষামন্ত্রী