যত বিপদ স্কুল বাসে, পূজোর আগে যানজটের বড় সমস্যা শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : যত বিপদ স্কুল বাসে , পূজোর আগে যানজটের বড় সমস্যা শুরু হল শহর শিলিগুড়িতে। পূজোর আগে শহর শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে যানজট। আর শুরু মূলত স্কুল বাস থেকে। উল্লেখ্য , শহর শিলিগুড়িতে সকাল বিকেল মিলে প্রায় ১৫বার স্কুল বাস যাতায়াত করে, একবার নিয়ে যাওয়া একবার নিয়ে আসা। পূজোর আগে এটাই এখন সবচাইতে বড় সমস্যা হয়ে গেছে শিলিগুড়ির মানুষের কাছে। সমস্যায় পড়ে গেছেন এমনকি ছোট ছোট বাচ্চারাও। অতক্ষন বাসে থাকাও তাদের কাছেও ক্রমশ একটা বিরক্তর ব্যাপার হয়ে উঠেছে। সমস্যায় পথচরী রাও। যদিও পুরসভা পূজোর আগে যানজট সমস্যা নিয়ে কিছু সিদ্ধান্ত নিতে চলেছে, তবে তা কতখানি সফল হবে সেটাও সময় এর ব্যাপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *