রাজ্যে ভোটার লিস্টে মৃত ব্যক্তির পর এক আজব ঘটনা সামনে এলো বাঁকুড়ায়, রাজ্য সরকারি বোর্ড চলছে মৃত ব্যক্তির নামে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম দেখা গিয়েছে হামেশাই ৷ এবার খোদ রাজ্য সরকারের বোর্ডের সদস্য হিসাবে রয়েছে মৃত ব্যক্তির নাম !রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার একটা গুরুত্বপূর্ণ জনজাতি হল বাউরি। তাদের উন্নয়নে ২০২১ সালে বাউরি কালচারাল বোর্ড গঠন করেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার সেই বাউরি কালচারাল বোর্ডেও নাম আছে এক মৃত ব্যাক্তির ৷ যা প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ সকলের। সরকারের চার প্রতিনিধি-সহ 18 জন সদস্যের বোর্ডে একজন মৃত এবং বাকি তিন জন সিজ মেম্বার। মৃত ব্যক্তির নামে কীভাবে গঠিত হতে পারে বোর্ড ? সেই প্রশ্নই উঠছে ।

২০২৫ সালের ৪ অগষ্ট ঘোষিত হয় পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ড ৷ যে বোর্ডে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন বাঁকুড়ার শিক্ষক দীপক কুমার দুলে। দুই ভাইস চেয়ারম্যান হন পূর্ববর্তী চেয়ারম্যান দেবদাস বাউরি এবং রাম বাউরি ৷ প্রসঙ্গত, এই নবনিযুক্ত বোর্ডে রয়েছে কেশব বাউরি নামে এক ব্যাক্তি ৷ যাঁর মৃত্যু হয় ২০২৪ সালের ২০ডিসেম্বর ৷ বাকি তিন সদস্য ধ্রুব দাস, ভাগ্যধর বাউরি এবং প্রদীপ রানা বোর্ডের পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী সিজ মেম্বার হিসেবে ঘোষণা করা হয়েছে তাঁদের।

এইসব তথ্যের কথা স্বীকার করে নিয়ে বাউরি কালচারাল বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান দীপক কুমার দুলে বিষয়টি রাজ্য সরকারের দিকে ঠেলে দিয়েছেন ৷ তিনি বলেন, “আমরা পুরো বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছি ৷ এখন দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে।” নবনিযুক্ত বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান দেবদাস দাস বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে, মৃত ব্যক্তির নাম নবনিযুক্ত বোর্ডে রয়েছে ৷” তিনি এও জানান, বিষয়টি বোর্ড মিটিংয়ে এসেই জানতে পেরেছেন। তবে নবনিযুক্ত এবং পূর্ববর্তী চেয়ারম্যানের দ্বন্দ্বের তত্ত্বকে খারিজ করেছেন দেবদাস দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *