রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে কমাতে হবে ২০ শতাংশ ফি ! এমনি নির্দেশ কলকাতা হাইকোর্টের
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা হাইকোর্ট টিউশন ফি ২০ শতাংশ কমানোর নির্দেশ দিল রাজ্যের সব বেসরকারি স্কুলকেই। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ২০ শতাংশ ফি কমাতে হবে ২০১৯-২০ শিক্ষাবর্ষে যে ফি আছে, তার থেকে।এমনকি মকুব করতে হবে নন অ্যাকাডমিক সমস্ত ফি।আদালত আরো নির্দেশ দিয়েছে, এ বিষয়টি দেখার জন্য একটি কমিটিও করতে হবে স্কুলগুলিকে তিন জনকে নিয়ে। শুধু তাই নয়, অবিভাবকদের মধ্যে যাঁদের অবস্থা খারাপ, আর কোনও সুবিধা তাঁদের দেওয়া যায় কিনা এই কমিটি সেটাও দেখবে।
বেসরকারি স্কুলের ফি নিয়ে একাধিক বার অভিযোগ উঠেছে লকডাউনের প্রায় গোড়া থেকেই , এমনকি প্রতিবাদও ঘনিয়েছে এর বিরুদ্ধে। এপ্রিল মাসেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “প্রাইভেট বিদ্যালয়গুলিকে ইতিমধ্যেই দ্বিতীয়বার জানানো হলো যে তারা এই মুহুর্তে ফি বৃদ্ধি করতে পারবে না। এমনকি সঠিক নয় স্কুলের মাহিনা বাবদ টাকা না দিলে অনলাইনে শিক্ষায় যোগ দিতে না পারার সিদ্ধান্ত, সেই সুযোগ দিতে হবে সকলকেই। এ ব্যাপারে যথেষ্ট কঠোর এমনকি সরকারের মনোভাবও। আশা করি সরকারের এই মনোভাব অনুযায়ী ব্যবস্থা নেবেন প্রাইভেট স্কুল গুলি এবং বিরত থাকবেন এমনকি অভিভাবকদের উপর মানসিক চাপ তৈরি করা থেকেও।”