রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই চলছে মারণ রোগকে সঙ্গে নিয়েই
বেস্ট কলকাতা নিউজ : আবার নতুন করে রাজ্যের মানুষের চিন্তা ক্রমশ বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। ৮ দফা বিধানসভা নির্বাচন চলছে এরই মধ্যে। ৪ দফা নির্বাচন পর্ব শেষ হয়ে এখন বাকি রয়েছে আরও ৪ দফায় নির্বাচন পর্ব। প্রচার চলছে তাই কোনও রকম করোনা বিধি না মেনেই। বিভিন্ন বয়সের মানুষ আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের সভা শুনতে। তার ফলে সংক্রমণের সম্ভাবনা প্রতিনিয়ত ক্রমশ বাড়ছে । নির্বাচন কমিশনের নির্দিষ্ট কিছু গাইডলাইন থাকার পরও নামকওয়াস্তেই রয়ে গেছে সেই নিয়ম কানুন । তাই রাজ্যের রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই চলছে মারণ রোগকে সঙ্গে নিয়েই।
খালি চোখেও এমনকি ধরা পড়ছে কোনও মিছিল, জনসভা হচ্ছে না করোনা বিধি মেনে। শাররীক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরা , এই দুটো জিনিস অন্যতম ভরসা করোনা রোধের ক্ষেত্রে। কিন্তু তার বদলে আমরা রাজনৈতিক দলের জনসভায় কী দেখছি ?বিপুল পরিমাণ মানুষ সভা শুনছেন গায়ে গা লাগিয়ে বসে। তাদের মুখে দেখা যাচ্ছে না এমনকি মাস্কের চিহ্ন পর্যন্ত। কোনও সভা থেকে কোনও রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বলতে শোনা যাচ্ছে না ‘কেন মাস্ক পারেননি’।এই দায় কার? এখন এটাই দেখা দিয়েছে বড় প্রশ্ন হয়ে।