রাজ্য়ে ফের গিয়ান বার আক্রান্তের হদিশ মিললো কোচবিহারে, আক্রান্ত হল ৪, চরম উদ্বিগ্ন চিকিত্সক মহল
বেস্ট কলকাতা নিউজ : ফের গিয়ান বার সিনড্রোমে আক্রান্তের হদিশ মিলল কোচবিহারে! আক্রান্ত মহিলা ভর্তি এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে । জেলায় আক্রান্তর সংখ্যা ৪। চরম উদ্বিগ্ন এমনকি চিকিত্সক মহলও । ভয় ধরাচ্ছে এমনকি গিয়ান বার সিনড্রোম। কোচবিহারে বাড়ল আক্রান্তের সংখ্যা। এদিকে এই রোগের উপসর্গ নিয়ে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালেও ভর্তি হন এক মহিলা। পরে ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হয় যে, তিনি জিবিসিতেই আক্রান্ত। গত মাসের শেষের দিকে কোচবিহার গিয়ান বার সিনড্রোমে ধরা পড়ে এক শিশুর শরীরের। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে কোচবিহার ২ নম্বর ব্লক ও তুফানগঞ্জে আক্রান্ত হন আরও ২ জন।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায়ে বলেন, ‘আমরা প্রতিটি রোগীর দিকে সজাগ দৃষ্টি রেখেছি। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে’। এদিকে কোচবিহার জেলার আরও রোগী গিয়ান বার সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।