রাত্রে মদ্যপ যুবতীর পাগলামি ভরা রাস্তায়, দীর্ঘক্ষণ যানজট শিলিগুড়ির সেবক রোডে
শিলিগুড়ি : রাত্রে মদ্যপ যুবতীর পাগলামি ভরা রাস্তায়, দীর্ঘক্ষণ যানজট শিলিগুড়ির সেবক রোডে।জানা গেছে এদিন রাতে এক যুবতী দীর্ঘক্ষণ ধরে মধ্যপ অবস্থায় একটি চার চাকার গাড়ির উপরে বসে থাকলে উত্তেজনা ছড়ায় গোটা হিল কার্ড রোড জুড়ে। ওই যুবতীকে বারবার কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করা হলেও তিনি সেই কথার উত্তর দিতে চাননি। এমনকি একটি চার চাকার গাড়ির উপর ঘন্টার পর ঘন্টা বসেও ছিলেন ওই যুবতী। যার ফলে এদিন ব্যাপক যানজট পরিস্থিতি সৃষ্টি হয় গোটা হিলকার্ড রোড জুড়ে।এদিকে এদিন যুবতীর সাথে কেউ না থাকায় প্রচন্ড সমস্যার মধ্যে পড়ে যায় পুলিশও । অনেকে গাড়ি সরিয়ে নিতে উদ্ধত হলে যুবতী বাধা দেন। ফলে দুদিক থেকেই আটকে পড়ে বহু গাড়ি। ক্ষুব্ধ হয়ে যান সাধারণ মানুষ জনও। পরে পুলিশ অবশেষে বহু চেষ্টা করে যুবতীকে গাড়ি থেকে নামিয়ে তার ঠিকানায় পাঠিয়ে দেয়।


