রেলের উচ্ছেদ নোটিশ পেয়ে এনজিপি স্টেশনে তুমুল বিক্ষোভে সামিল হল মতুয়ারা
এনজিপি (জলপাইগুড়ি) : রেলের উচ্ছেদ নোটিশ পেয়ে তুমুল বিক্ষোভে সামিল হল মতুয়ারা । এদিন এনজিপি স্টেশনের সামনে এক বিক্ষোভ দেখালেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা । অনেকে দাবি করছেন বছরের পর বছর ধরে এখানে আছেন তারা। নানাভাবে জড়িয়ে গেছেন। এর আগেও রেল তাদের উচ্ছেদ নোটিশ পাঠিয়েছিল। মতুয়ারা এদিন আরো জানান রেল সবই জানে, কিন্তু সব জেনে আমাদের উপর যেভাবে অত্যাচার করে চলেছে সেটা আর বলবার নয়। আমরা যেভাবে আছি আইনগতভাবেই আছি। আমাদের কাছে সব কাগজপত্র থাকা সত্ত্বেও রেল বারবার নোটিশ পাঠিয়ে আমাদের দিনের পর দিন হেনস্থা করে চলেছে।

এদিন মতুয়ারা বিক্ষোভ দেখান একেবারে মূলত এনজিপি স্টেশনে সামনে। হঠাৎ করেই বিক্ষোভ মিছিল শুরু হওয়ায় বেশ কিছুক্ষণ হলেও সমস্যায় পড়ে যান যাত্রীরা। পরে মতুয়াদের তরফ থেকেই যাত্রীদের সুবিধার্থে মিছিল এক সাইডে নিয়ে নেওয়া হয়। মতুয়ারা অবশ্য হুমকি দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত রেল উচ্ছেদ নোটিশ তুলে নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে। তাদের সাথে তাদের সন্তানদের আগামী দিনের ভবিষ্যৎ জড়িয়ে আছে। রেলের এই হঠকারিতা সিদ্ধান্ত যেকোনো সময় তারা চরম বিপাকে পড়তে পারেন। এদিন মতুয়াদের সমর্থন করতে বেশ কিছু স্থানীয় রাজনৈতিক দলও চলে আসে। অনেকেই জানিয়েছেন রেল সবটা ঠিক করছে না। আগের থেকে না জানালে এইভাবে উচ্ছেদ নোটিশ পাঠালে তাদের তো সমস্যা হতেই পারে। রেলের আগের থেকেই সাবধান করে দেওয়া উচিত ছিল।

