রোগীর থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ বাইরে টেস্ট করিয়ে, বেসরকারি হাসপাতালকে জরিমানা স্বাস্থ্য কমিশনের
বেস্ট কলকাতা নিউজ : টেস্ট জন্য করানোর বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠলো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ৷ঘটনাটি ঘটেছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ এও জানা গিয়েছে, সেখানকার পুরোনো এক রোগী একটি টেস্ট করান ওই বেসরকারি হাসপাতালেই। আরও অভিযোগ, ওই বেসরকারি হাসপাতাল বাইরে থেকে ওই টেস্ট করিয়ে নেয় ৭০০ টাকায়৷ কিন্তু, ওই রোগীর কাছ থেকে নেওয়া হয় ১ হাজার ৭০০ টাকা। এরপরই ওই রোগীর পরিবার দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছে৷ এদিকে কমিশনও ওই হাসপাতালকে ১ হাজার ৭০০ টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়৷ এছাড়াও কমিশন পাঁচ হাজার টাকা জরিমানাও করে ওই হাসপাতাল কর্তৃপপক্ষকে৷
রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “এই বেসরকারি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই ঘটনায়। এমনকি ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে ওই ১ হাজার ৭০০ টাকারও।” এর পাশাপাশি তিনি এও বলেন, “এই হাসপাতালকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে যেন প্যাথোলজির কোনও চার্জ সমতা রেখে নেওয়া হয় শহরের বড় সেন্টারগুলির সঙ্গেও।”