বঙ্গ বিজেপির অন্দরেই অস্বস্তি ক্রমশ বাড়ছে অর্জুন অর্জুন সিং কে নিয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরে স্বাগত জানাতে রাজ্য বিজেপির যে প্রতিনিধি দল গিয়েছিলো তাতে উপস্থিত ছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। এদিকে গতকাল বুধবার এই বিজেপি সাংসদ যোগ দেন কলকাতার রানি রাসমণি রোডে দলের কর্মসূচিতেও। তবুও তাঁকে নিয়ে বঙ্গ বিজেপির অস্বস্তি পুরোপুরি কাটেনি । বুধবারও মঞ্চ থেকে নেমে তিনি এও জানিয়ে দেন, তিনি লড়াই চালিয়ে যাবেন পাটশিল্প নিয়ে তাঁর দাবি না মেটা পর্যন্ত। বুধবার দলের দক্ষিণবঙ্গের সাংসদ, বিধায়ক-সহ জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতায় প্রতীকী অনশনে বসে বিজেপি। শুরু থেকেই অর্জুন বসে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে ।

তবে মঞ্চে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা আসার আগেই অর্জুন পিছনের দিকে চলে যান । কর্মসূচি শেষে বিজেপি নেতারা নিহত কর্মীদের পরিবারকে সাহায্যের জন্য অর্থসংগ্রহ করেন। তবে তত ক্ষণ সভাস্থলে ছিলেন না অর্জুন। যাওয়ার আগে তিনি বলেন, ‘‘আমার লড়াই এই রাজ্যের পাটশিল্পের সঙ্গে যুক্ত মানুষের জন্য। সেই লড়াই চলবে। ততক্ষণ এই লড়াই চলবে যতক্ষণ না জুট কমিশনারের অপসারণ বা আমার দাবি দাওয়া মানা হচ্ছে। আমি বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলোচনার পরে এবং বস্ত্রসচিব উপেন্দ্রপ্রসাদ সিংহেকে বিস্তারিত জানিয়েছে। এখন দেখি, কী পদক্ষেপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *