শপিং মলের তিন তলা থেকে মারণ ঝাঁপ! বেঙ্গালুরুতে ‘আত্মঘাতী’ হল ১ যুবক
বেস্ট কলকাতা নিউজ : শপিং মলের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। কিন্তু ঠিক কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি । তবে এদিন প্রাথমিক তদন্তের পর জানা গেছে , ওই যুবকের চরম মানসিক সমস্যা ছিল। এমনকি তাঁর চিকিৎসাও চলছিল।

এদিকে পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর। বয়স ৩৪ বছর। একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পড়তে তিনি হঠাৎ ‘ড্রপ আউট’ করেন। তারপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। এদিন সকালে তিনি স্থানীয় একটি শপিং মলে যান। তারপর মলের তিন তলা থেকে আচমকা ঝাঁপ দেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । পুলিশের তরফ থেকেই যুবকের পরিবারকে খবর দেওয়া হয়। কিন্তু ঠিক কী কারণে এদিন তিনি আত্মঘাতী হলেন, তা স্পষ্ট নয়। সাগরের পরিবার জানিয়েছে, তিনি বহুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনকী দীর্ঘদিন তাঁর চিকিৎসাও চলছিল। তিনি অবিবাহিত ছিলেন। কোনও কাজও করতেন না। পুলিশের অনুমান, মানসিক সমস্যার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে।