শিক্ষককে ১৮ বার চড় প্রিন্সিপালের! ভিডিয়ো ভাইরাল হল গুজরাটের ঘটনায়, ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
বেস্ট কলকাতা নিউজ : খারাপ আচরণের অভিযোগ! আর সেই অভিযোগে স্কুলের ভিতরই প্রিন্সিপাল-শিক্ষকের হাতাহাতি! শুধু হাতাহাতিতেই সীমাবদ্ধ থাকেনি বিষয়টি। শিক্ষককে ১৮ বার চড় মারার অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে গুজরাটে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো।গুজরাতের স্কুলের এই ভিডিয়ো ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। গুজরাতের স্কুলের ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ২ শিক্ষক? তা নিয়ে দু-পক্ষই একে অপরের দিকে আঙুল তুলেছেন। ঘটনাটি ঘটেছে গুজরাতের বাহরুচ জেলার নবযুগ স্কুলে। অভিযোগ স্কুলের প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকুর ওই স্কুলেরই বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পার্মারকে ১৮টি চড় মারেন। ওই ঘরের সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে এই দৃশ্য।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকুরের অভিযোগ, পড়ুয়াদের সঙ্গে ঠিক আচরণ করেন না রাজেন্দ্র। ক্লাসে খারাপ ব্যবহার করেন। এমনকি ছাত্রছাত্রীদের গালিগালাজও করেন অভিযুক্ত ওই শিক্ষক। এই প্রেক্ষিতেই রাজেন্দ্রর সঙ্গে আলোচনা করতে গেলে নাকি তিনি ফের অভব্য আচরণের করেন। এমনকি প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকুরের আরও অভিযোগ, রাজেন্দ্র মাঝে মাঝে অনেক পড়ুয়াকে নিজের বাড়িতেও ডাকেন।
যদিও রাজেন্দ্র সব অভিযোগ অস্বীকার করেছেন। পালটা গোটা ঘটনার জন্য তিনি হিতেন্দ্রকেই দায়ী করেছেন। তাঁর দাবি, সব শিক্ষকদের নিয়ে বৈঠক চলার সময় আচমকাই হিতেন্দ্র সিং ঠাকুর মেজাজ হারিয়ে ফেলেন। আর তারপরই তাঁকে মারতে শুরু করেন! এমনকি হিতেন্দ্র সিং ঠাকুর পড়ুয়াদের দিয়ে পা টেপান বলেও অভিযোগ। এখন ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর, তদন্ত শুরু করেছে রাজ্য শিক্ষা দফতর। কেন এধরনের অনভিপ্রেত ঘটনা স্কুলের ভিতর ঘটল, সেই বিষয়ে রিপোর্টও তলব করা হয়েছে।