শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে হেলমেট পড়িয়ে সতর্ক করা হল পথচারীদের
শিলিগুড়ি : হেলমেট পড়িয়ে সচেতন করানো হল সাধারণ মানুষকে। এদিন শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে পথচারীদের সতর্ক করে পরামর্শও দেওয়া হেলমেট পড়ার ব্যাপারে। পুলিশের পক্ষ থেকে এদিন জানানো অনেকেই নিয়ম মানে না , ফলে তারা দুর্ঘটনার কবলে পড়েন, তাই আমাদের তরফ থেকে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে। আমরা চেষ্টা করি মানুষকে সচেতন রাখতে, আমাদের তরফ থেকে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করছি। মানুষকে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার। বিশেষ করে আগামী প্রজন্ম একেবারে উদাস , হেলমেটের ব্যাপারে তাই আমরা চেষ্টা করি, এভাবেই হোক তবু রক্ষা পাক সবাই। আমাদের এই প্রচেষ্টা আন্তরিক। সাধারণ মানুষের কাছে এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। আপনারা সবাই হেলমেট পড়ে চলাফেরা করুন। তবেই সচেতন হবে সবাই।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)