শিলিগুড়ি শহরের আনন্দময়ী কালী বাড়িতে তৈরি হচ্ছে দুর্গা মন্দির
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে আনন্দময়ী কালীবাড়ি বহু পুরনো একটি কালীমন্দির। এই কালী মন্দিরটি প্রায় ১০০ বছরের পুরনো। এখানে মা কালীর নিত্য পূজা হয়ে থাকে। এছাড়া প্রত্যেকটা অমাবস্যা মায়ের ঘটা করে আরাধনা করা হয়। এছাড়া দেবী কালিকার সন্ধ্যা আরতি দেখবার জন্য প্রতিদিন প্রচুর ভক্ত এই মন্দিরে এসে ভিড় করেন। উল্লেখ্য এই মন্দিরের তৈরি হচ্ছে দুর্গা মন্দির। অনেকদিন ধরেই চলছে, মন্দির নির্মাণের কাজ। রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে শ্রমিক। এখন কাজ অন্তিম পর্যায়ে। মন্দিরের সভাপতি ভাস্কর বিশ্বাস জানান খুব তাড়াতাড়ি মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে। আশা করা যাচ্ছে আগামী ১২ই এপ্রিলের মধ্যে মন্দির নির্মাণের সম্পূর্ণ কাজ হয়ে যাবে। চলছে জোর কদমের শেষ পর্যায়ের কাজ। তিনি জানান মায়ের মন্দিরটি অন্তত ৯৭ বছরের পুরনো, এই মন্দিরেই ভেতরেই তৈরি হচ্ছে আরেক মা দুর্গা মায়ের মন্দির। রাত দিন কাজ চলছে। তিনি আরো জানান এই বছর ঘটা করে মা বাসন্তীর আরাধনা করা হবে। সামনেই রয়েছে বাসন্তী পুজো যাকে ঘিরে প্রস্তুতি চলছে।