শিলিগুড়িতে ঠান্ডার কারণে একেবারেই আনাগোনা কমে গেছে পাহাড় থেকে আসা মানুষদের
শিলিগুড়ি : শিলিগুড়িতে ঠান্ডার কারণে একেবারেই আনাগোনা কমে গেছে পাহাড় থেকে আসা মানুষদের । গোটা শহর শিলিগুড়ি জুড়ে একই অবস্থা, জানালেন বিধান মার্কেটের এক স্থানীয় বাসিন্দা। তিনি আরো জানান, এবারে শীতের তীব্রতা অনেকটাই বেশি। তাই পাহাড় থেকে মানুষ কম নামছেন। নিতান্তই দরকার না হলে কেউ নিচে নামছে না। পাহাড়ে এখন সব ধরনের জিনিসই পাওয়া যায়। যে জন্য নিচে নেমে জিনিস কেনার প্রয়োজনীয়তা আগের থেকে অনেকটাই কমে গেছে। তবে শহর শিলিগুড়িতে যেভাবে পাহাড়ের মানুষ আসছেন সেই সংখ্যাটা অনেকটা কমেছে। বিধান মার্কেটে গিয়ে দেখা গেল মার্কেট অনেক ফাঁকা, যেটার অংশ জুড়ে থাকেন পাহাড়ের মানুষজন। তাই বলতে পারা যায় পরিবর্তন অনেকটাই হয়েছে। আগামী দিনে পরিস্থিতি কোথায় দাঁড়ায় এখন এটাই দেখবার বিষয়।


