শিলিগুড়িতে সোলার হাইব্রিড সিস্টেমের এর উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে সোলার হাইব্রিড সিস্টেমের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান শিলিগুড়ি মানুষের জন্যই এই সিস্টেমের উদ্বোধন। এতে মানুষই উপকৃত হবে। তাছাড়া শিলিগুড়ির জন্য এই সোলার হাইব্রিড সিস্টেম প্রচন্ডভাবে দরকার। মানুষের নিজ স্বার্থে এবং ব্যক্তিগতভাবে মানুষ যেভাবে উপকৃত হবে তার পরিপ্রেক্ষিতে এই সিস্টেমের কাজ হওয়া একান্তই জরুরী। আমাদের নিজস্ব চিন্তা ভাবনা , এবং তার আধুনিকীকরণের জন্যই এই সোলার হাইব্রিড সিস্টেমের প্রয়োজন। আমি নিজে ব্যক্তিগতভাবে সমর্থক এই সোলার হাইব্রিড সিস্টেমের। মেয়র গৌতম দেব এদিন আরো জানান আগামী কয়েক বছরের মধ্যে গোটা শহর শিলিগুড়ি জুড়ে এই সিস্টেম অনুযায়ী কাজ হবে। যেটা একান্তই দরকার।
