শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শুরু হলো ” অভয়া ক্লিনিক ”
শিলিগুড়ি: শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শুরু হল ” অভয়া ক্লিনিক ” । নির্যাতিতা স্মৃতিতে এই ক্লিনিকে জুনিয়র ডাক্তারেরা রোগী দেখতে শুরু করলেন এদিন সকাল থেকেই । তারা জানান আমাদের উদ্দেশ্য মহৎ, আমরা মানুষের মঙ্গল চাই ভালো চাই। তার প্রমান আজকে আমাদের এই বিনামূল্যে চিকিৎসা করা। যে ঘটনা আরজি করে ঘটে গেছে তা ভুলবার নয়, এই ঘটনা চরম নিন্দনীয়, সেটা বোঝাই যায় কিভাবে সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ করতে এগিয়ে রাতে আসছেন। সে রাত হোক কিংবা দিন কেউ কিছু না ভেবেই আসছেন। আমাদের কাছে প্রতিবাদ ছাড়া অন্য কোন ভাষায় নেই। যেভাবে এই ঘটনা ঘটে গেছে আমরা বর্ণনায় করতে পারছি না কিভাবে আমাদের বোনকে আমরা ভুলে যাব। সত্যি কথা এটাই একজন প্রতিভাবান মেধাবী ডাক্তারকে কয়েকজন জঘন্য ভিন্ন মানুষের কাছে হেরে যেতে হলো। তবে আমরা ওকে হারতে। দেবো না। ওর জয় হবেই। আমাদের এই প্রতিবাদ আমরা সার্থক করে তুলবো।
এদিন প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসেন অভয়া ক্লিনিকে। চারিদিকে মাইক লাগিয়ে মাইকিং ব্যবস্থা করা হয়। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে, এই প্রতিবাদ এবং চিকিৎসা। এদিকে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানায় বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান ডাক্তারেরা যে ভুল নয় তার প্রমান এটাই। ওরা জিতবেই। আমরা ওদের পাশে আছি বলে জানালেন বিধায়ক শংকর ঘোষ।