শিলিগুড়ির মাটিগাড়াতে ইডির হানা এক ব্যবসায়ীর বাড়িতে
শিলিগুড়ি : শিলিগুড়ির মাটিগাড়াতে সাত সকালে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিলো ইডির আধিকারিকরা। জানা যায় শ্যামসুন্দর বসু নাম দিয়ে ওই ব্যাবসায়ী মাটিগাড়াতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি কিসের ব্যবসা করতেন জানা না গেলেও তিনি খুব সম্ভবত লোহার জিনিসের ব্যবসা করতেন বলেই খবর মেলে ইডির সূত্রে। তিনি তার পরিবার কে নিয়ে থাকতেন বলেই জানা গেছে।এদিন সকাল বেলাতে অফিসারেরা চলে আসেন ওই ব্যবসায়ীর বাড়িতে। ওই ব্যবসায়ী ভাড়া বাড়িতে থাকতেন, তাই প্রথমে বাড়িওয়ালার নাম জিজ্ঞাসা করেন ইডি অফিসারেরা। বেশিদিন হয়নি ওই ব্যবসায়ী পাড়ায় এসেছেন, এবং খবর পাওয়া গেছে ইতিমধ্যে দুটি দোতলা বাড়ি তৈরি করে ফেলেছেন ওই ব্যবসায়ী। এবং দুটি বাড়ি তার থাকা সত্ত্বেও তিনি কেন ভাড়া বাড়িতে থাকেন, অথবা থাকতেন এটা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিন ইডির তরফে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদও করা হয় ওই ব্যবসায়ীকে, এবং তার পরিবারের লোকজনকে। কি কারনে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করতে ওই ইডি অফিসারেরা মাটিগাড়াতে এলেন সেটা জানা যায়নি। বাড়িতে চারিদিকে লোকজনের ভিড়ে এদিন সেভাবে কিছু বুঝতে পারা যায়নি বলেও জানান তার প্রতিবেশীরা। ওই ব্যক্তি পাড়ার কারো সাথে বিশেষভাবে মিশতেন না, অভদ্র ব্যবহার না করলেও তিনি গম্ভীরভাবেই থাকতেন। কিসের ব্যবসা করতো সেই কারণেই খুব সম্ভবত বুঝতে পারছিলেন না পাড়া-প্রতিবেশীরা। তবে মাটিগাড়ার মত জায়গার কোন বাড়িতে ইডির হানা নিঃসন্দেহে এদিন চাঞ্চল্য সৃষ্টি করে মাটিগাড়া সহ শহর শিলিগুড়িতে। ওই ব্যক্তির সমস্ত যোগাযোগও এদিন খতিয়ে দেখেন ইডি অফিসারেরা। জানা গেছে বহুদিন ধরেই অবৈধভাবে চলছিল ব্যবসায়িক কোনো লেনদেন , খুব সম্ভবত সেদিকে তাকিয়েই এই পদক্ষেপ নেয় ইডি অফিসারেরা।