শিলিগুড়ি পৌর নিগম এলাকায় মেগা জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ি পৌর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান আমরা কাজ চলাকালীন মানুষের বাড়ি ঘর, মন্দির ইত্যাদির কোন ক্ষতি না করে আমরা এই প্রকল্প বাস্তবায়িত করবো ।
উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী খগেশ্বর রায়, মেয়র পারিষদ, স্থানীয় পঞ্চায়েত, শিলিগুড়ি পুর নিগমের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ।মেয়র জানান শিলিগুড়িকে আমরা আধুনিক শহরে পরিনত করব। মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি বদ্ব। শিলিগুড়ির মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়ে দিয়েছেন। তাই আমাদের কর্তব্য যেভাবেই হোক শিলিগুড়ির উন্নয়ন করতে হবে। মানুষের জীবনে পানীয় জলের অবদান অপরিহার্য। তাই আমাদের কর্তব্য কিভাবে পানীয় জলকে ঠিকভাবে মানুষের কাছে পৌছে দেওয়া যায়। তবেই আমাদের লক্ষ পূরন সম্ভব করা যাবে।