দার্জিলিং এ বরফ প্রভাব পড়ল শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : মরশুমের প্রথম বরফ পড়ল দার্জিলিং এ।আর প্রভাব পড়ল শিলিগুড়িতে। আজ সকাল থেকেই শিলিগুড়িতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এবং তার সাথে হাওয়া বইতে আরম্ভ করে শিলিগুড়িতে। ঠান্ডা হাওয়ার কারনে আবহাওয়া একেবারেই পরিবর্তন ঘটে যায় গোটা শহরে। এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে যায়। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়িতেও এদিন সকাল থেকে ঠান্ডায় কাপতে থাকেন সাধারন মানুষ। এদিন বছরের সবচাইতে কম তাপমাত্রা ছিল। তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন শিলিগুড়ির আকাশ সকাল থেকেই ছিল মেঘে ঢাকা ছিল একেবারেই অন্য ধরনের আবহাওয়া। যারা যারা সোয়েটার এখনো গায়ে দেন নি তারাও এদিন সোয়েটার বের করে গায়ে দেন। শিলিগুড়িতেই শুধু নয় তাপমাত্রা কমে যায় উত্তরবঙ্গের অন্যান্য শহরেও। তাপমাত্রা নেমে চলে যায় দশ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়ার চট্ করে এতটা পরিবর্তনে খুশী সাধারন মানুষও। শিলিগুড়ির আশেপাশের এলাকা জুড়েও ঠান্ডা আবহাওয়া সকাল থেকেই ছিল। এদিন তাপমাত্রা কমে যাওয়ায় এবং হাওয়া শুরু হওয়ায় অনেক মানুষ দেরী করেই বাড়ির থেকে বের হন। জানা গেছে তাপমাত্রা আরো নীচের দিকে চলে যাবে। স্বাভাবিক ভাবেই খুশীর আমেজ ছড়িয়ে পড়ে শিলিগুড়ি থেকে পাহাড় জুড়ে। পর্যটকদের ভীড় উপচে পড়ছে গোটা শৈল শহর জুড়ে। তাই অনেকটাই অন্য ধরনের মুডে পাহাড়ের মানুষ। আর শিলিগুড়িতেও ভীড় পর্যটকদের কেউ পাহাড়ে উঠবার আগে দুই তিনদিন শিলিগুড়ি থাকছেন আবার কেউ পাহাড় থেকে নেমে তিনদিন শিলিগুড়ি থাকছেন। তাই পর্যটক দের ভীড়েই মানুষ ভীড় বেড়েছে শিলিগুড়িতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *