শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে মাছের দাম, দুশ্চিন্তায় স্থানীয় মানুষজন
শিলিগুড়ি : মাঝে কমে ছিল মাছের দাম, তবে আবার বাড়ছে মাছ এর দাম। গোটা শিলিগুড়ি জুড়েই ছোট এবং বড় মাছ এর দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ছোট মাছ কেজিতে ৩০ থেকে ৫০ টাকা এবং বড় মাছ প্রায় ৭০ -৮০ টাকা কেজিতে বেড়েছে। শাক সবজির পর এবার মাছের অগ্নি মূল্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছে শিলিগুড়ির মানুষকে। কি শাকসবজি কি মাছ কি মাংস সব জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাওয়ায় মাসের শেষে বাজার করতে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে।
শিলিগুড়িতে এবং উত্তরবঙ্গে মাছের চাষ কম জায়গায় হয় না, এমনকি উত্তরবঙ্গে যেসব জায়গায় যে যে মাছ পাওয়া যায় দক্ষিণ বঙ্গ তা পাওয়া যায় না। সব মাছের দামই একেবারে চড়া ভাবে বেড়ে যাওয়ায় একদম মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষদের সমস্যা হচ্ছে বেশি। এমনকি বাড়ির সামনে দিয়ে যারা ফেরি করে মাছ বিক্রি করে করেন তাদের কাছেও মাছের দাম জিজ্ঞাসা করলে অবাক হতে হচ্ছে সাধারণ মানুষকে। কেন বাড়ছে এত মাছের দাম? এর উত্তর নেই পাইকারি এবং খুচরা বিক্রেতা কারো কাছেই প্রত্যেকের একই কথা আমাদের কিছুই করার নাই। আমরা তো আর কম দামে মাছ বিক্রি করে ক্ষতির সম্মুখীন হতে পারবো না, তবে একের পর এক উৎসবের মসরুম চলে যাওয়ায় বিক্রেতারাও যে ক্ষতি সম্মুখীন পড়ছেন না তা ঠিক। মাছের দাম না কমলে একেবারে নিম্ন মধ্যবিত্তদের পক্ষে কোনভাবেই মাছ কেনা সম্ভব হচ্ছে না। শিলিগুড়িতে স্থানীয় মাছের দামও আকাশছোঁয়া হয়ে যাওয়ায় নিম্নবিত্তদের পক্ষে ওই মাছ কেনাও মুশকিল হয়ে পড়ছে। মাছের দাম বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েছে ছোটখাটো হোটেল এবং রেস্টুরেন্ট গুলিও। তাদেরও বা একপ্রকার বাধ্য হয়ে যারা গ্রামে বিক্রি করতে হচ্ছে যেকোনো ধরনের খাবার।