শিলিগুড়িতে চলছে “মানুষের কাছে চলো ” কর্মসূচী
শিলিগুড়ি : শিলিগুড়ির বিয়াল্লিশ নং ওয়ার্ডে পালিত হল মানুষের কাছে চলো কর্মসূচী। আজ শিলিগুড়ির বিয়াল্লিশ নং ওয়ার্ডে মেয়র গৌতম দেব প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে পালন করলেন মানুষের কাছে চলো কর্মসূচী। মেয়র গৌতম দেব এদিন জানান শিলিগুড়ি পুরসভা আপ্রান চেষ্টা করবে যাতে শিলিগুড়ির মানুষ পানীয় জল নিয়ে যাতে কোন ধরনের সমস্যায় না ভোগেন। কারন এই সমাজে এমন মানুষ আছেন যাদের পক্ষে জল কিনে খাওয়া কোনভাবেই সম্ভব হয়ে ওঠে না। তারা রাস্তার পানীয় জলের উপর নির্ভরশীল। তাই সবাই যাতে সুষ্ঠুভাবে জলের পরিসেবা পান সেটা দেখা এবং কর্তব্য আমাদের। সেই কারনে আমরা যুদ্বকালীন তৎপরতা নিয়ে কাজ করব যাতে মানুষের জলের যন্ত্রনা বেশীদিন না স্থায়ী থাকে। এদিন মেয়র বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের সমস্যা নিয়ে তাদের সাথে আলোচনা করেন। এবং তাদের সব সমাধানের প্রতিশ্রুতি দেন। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলার এবং এম এম আই সি শোভা সুববা।