শিলিগুড়িতে বুথ চলো কর্মসূচি শুরু হল আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে
শিলিগুড়ি : আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচন কে সামনে রেখে শিলিগুড়িতে শুরু হল বুথ চলো কর্মসূচি। জেলা সভাপতি পাপিয়া ঘোষ এদিন জানান সামনেই নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে। আর আমাদের সবাইকে মানুষকে পাশে নিয়ে এগিয়ে যেতে হবে। মানুষের কাজ হল মানুষের পাশে দাঁড়িয়ে পথ চলা। আর আমাদের সেই কাজটাই করে যেতে হবে ।বুথ কমিটির সভাপতিদের আগের থেকেই একটা আলাদা আলাদাভাবে দায়িত্ব থাকবে । প্রত্যেক বুথ কর্মী আলাদা আলাদাভাবে নিজেদের কাজ করবে। আর আমাদের দায়িত্ব থাকবে তাদের উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ বুথ কর্মীরাই সব। যারা কাজ করলে আমাদেরই লাভ হবে। জেলা সভাপতি এদিন আরও জানান আমাদের দল সমাজ ও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় বিশ্বাসী। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ দল,মমতা বন্দ্যোপাধ্যায় যার একমাত্র নেত্রী।
