শিলিগুড়িতে সবজীর দাম নিয়ন্ত্রনে অবশেষে মাঠে নামল টাষ্ক ফোর্স
শিলিগুড়ি : অবশেষে শিলিগুড়িতে সবজীর দাম নিয়ন্ত্রন করতে মাঠে নামল টাষ্ক ফোর্স। এদিন শিলিগুড়ির সব মার্কেটেই ঘুরে ঘুরে সবজির দাম জিজ্ঞাসা করেন টাষ্ক ফোর্স থেকে আসা প্রতিনিধিরা। কেন কি কারনে দাম বাড়ছে সবজির সেটাও জিজ্ঞাসা করেন তারা। এদিন সকাল থেকেই একেক ভাগে বিভক্ত হয়ে পড়েন টাষ্ক ফোর্স এর প্রতিনিধিরা। এদিন শিলিগুড়ির সবকটি বাজারেই পৌছে যান তারা। পাইকারি বাজার এবং খুচরা বাজারের দোকানদারদের সাথে কথা বলেন তারা। কতটা কমে গেলে তাদের সুবিধা হতে পারে সেটাও জিজ্ঞাসা করেন তারা।
এদিন টাষ্ক ফোর্স এর প্রতিনিধিরা কথা বলেন সবজির দোকানদারদের সাথে। অত্যধিক জিনিসের দাম যেমন শষা, টমেটৌ এবং ঢেড়শের দাম কেন এত নেওয়া হচ্ছে তা নিয়েও কথা বলেন তারা। এদিন টাষ্ক ফোর্সের প্রতিনিধিরা পুরানো ষ্টেশনে পাইকারি বাজারেও যান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এদিন গোটা পশ্চিমবঙ্গের সব জায়গাতেই চলে আসেন টাষ্ক ফোর্সের দল। জানা গেছে দোকানদারদের একটা নির্দিষ্ট সময় বেধে দিয়েছে তারা। ওই সময়ের মধ্যে দাম কমাতে হবে সবজির, না হলে আইনানুসারে ব্যাবস্থা নেওয়া হবে বলে জানা গেছে টাষ্ক ফোর্সের প্রতিনিধিদলের কাছ থেকে।