শিলিগুড়ির সার্বিক উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জল সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয়ের সাথে বিশেষ বৈঠক
শিলিগুড়ি : শিলিগুড়ির সার্বিক উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জল সরবরাহ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী পার্থ ভৌমিক মহাশয়ের সাথে বৈঠক হল। শিলিগুড়ির সার্কিট হাউজে। আজ মেয়র গৌতম দেবের সাথে বৈঠক শেষ হলে সেচমন্ত্রী পার্থ ভৌমিক জানান আমি এর আগেও শিলিগুড়িতে এসেছিলাম। তবে কাজ নিয়ে এই দ্বিতীয়বার এখানে আসা। আশা করছি এই কাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। আজকে যেসব কথা হল আশাকরছি সেই সব বৈঠক ফলপ্রসু হবে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এম এম আই সি এবং শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য আধিকারিকেরা এবং বিশিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। মেয়র আরো জানান আমার নিজের কিছু পরিকল্পনা আছে সেটা আমি জানালাম। আশাকরছি সেচমন্ত্রী আমার কথা শুনে কাজ করতে পারবেন। শুধুমাত্র সময় এর অপেক্ষা। দেখা যাক কতদুর কিভাবে কি করা যায়।জানালেন তিনি।
