শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একের পর এক শিল্পের ঘোষণা করলেন এ রাজ্যে বিপুল কর্মসংস্থানের পাশাপাশি
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একের পর এক শিল্পের ঘোষণা করলেন এ রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশা জাগিয়ে । পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় সাংবাদিক বৈঠকে শিল্প ও কর্মসংস্থান নিয়ে বড় দাবি করলেন নবান্নে মন্ত্রীসভার বৈঠকের পর।
শীঘ্রই রাজ্যে আদানি গোষ্ঠী ডেটা সেন্টারের কাজ শুরু করতে চলেছে বেঙ্গল টেক পার্কে । এর পাশাপাশি খড়্গপুরে সাইকেল হাব-এ সাইকেল কারখানার কাজ শুরু করবে চারটি সংস্থা। নবান্নে এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।পার্থ চট্টোপাধ্যায় এও বলেন, ‘আদানি এন্টারপ্রাইজ হিডকোর কাছে আবেদন করেছিল নিউটাউনের সিলিকন ভ্যালিতে ফেজ থ্রি-তে রাজ্য বেঙ্গল টেক পার্কে হাইপার স্কেল ডাটা সেন্টার করার জন্য । সেটা অনুমোদন পায়। কাজ হবে মোট ৫১.৭৫ একর জমিতে। এখানে সম্ভাবনা আছে প্রচুর কর্ম সংস্থানেরও । শুরু হবে অর্থনৈতিক কার্যক্রমও ।’
শিল্পমন্ত্রী আরও বলেন, ‘ডাব্লুবিলআইডিসি চারটি সংস্থাকে সুপারিশ করে ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমি দেওয়ার জন্য। ৫ একর করে জায়গায়সেখানে সাইকেল উৎপাদন কারখানা করবে ৪টি সংস্থা । সেখানে কারখানা করবে ইউনিরক্স সাইকেলস, মিলাপ সাইকেলস, লুনা টায়ারস ও ক্রিমটন ইন্ডাস্ট্রিজ। এখানে সংস্থা প্রতি প্রাথমিক ভাবে ১০ কোটি টাকার লগ্নি ও ১৫০ জন করে কর্মসংস্থান হবে।’