শীতকালে টয়ট্রেন পরিষেবা আরো আকর্ষণীয় হতে চলেছে শৈল শহর দার্জিলিঙে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : পর্যটকদের ধুম পড়ে গেছে পাহাড়ে। আর তার একমাত্র কারণ টয় ট্রেন, তাই দার্জিলিং পর্যটন কর্তৃপক্ষ আরো আকর্ষণীয় করে তুলতে চাইছেন টয় ট্রেনের পরিষেবা। পুরো মিউজিক সিস্টেমে চলবে টয় ট্রেন। ট্রেনের মধ্যেই থাকবে সমস্ত রকমের আকর্ষণীয় খাবার। আর স্টেশনে থাকবে ফার্স্ট এড এর ব্যবস্থা । কোন পর্যটক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বা কোন ছোটখাটো দুর্ঘটনার কপলে পড়লে তার ব্যবস্থা রাখা হয়েছে। টয় ট্রেনের জন্য সব থেকে আগ্রহী ইউরোপের দেশগুলি। ইউরোপের দেশ গুলির কাছে ভারতের টয় ট্রেন যথেষ্ট আকর্ষণীয়। বিদেশীদের কাছে টয় ট্রেনের জনপ্রিয়তা আকাশছোঁয়া।

তাই কর্তৃপক্ষ চাইছে যেন যেন প্রকালেন টয় ট্রেনের গুরুত্ব আরো বাড়িয়ে তুলতে। যখন টয়ট্রেন ই মূল আকর্ষণ তখন টয় ট্রেনের জন্য খরচ তো করতেই হবে, এমনটাই জানান কর্মকর্তারা। সেই হিসাবে আগামী নভেম্বর থেকে একেবারে ঢেলে সাজানো হচ্ছে টয় ট্রেনের পরিষেবা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর থেকে নতুন রূপে দেখা যাবে এই ট্রয় ট্রেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *