সবজির দাম আগুন তাই বাঙালী আবার ফিরছে মাছে -ভাতেই
শিলিগুড়ি : বর্ষার কারনে দাম বেড়ে দ্বিগুন সবজির, তাই একপ্রকার বাধ্য হয়েই বাঙালি আবার ফিরেছে মাছ – ভাতে। সবাই মনে করছেন এতো সবজি না কিনে মাছ কিনলেই তো হয়ে গেল। এতো দাম দিয়ে সবজি কিনবার চাইতে মাছের ঝোল এবং ভাত খেলেই অনেক টা হয়ে যায়। তাই দাম বেশি হলেও মাছ কিনতে বাজারে বের হয়েছেন মানুষ। অনেকেই জানাচ্ছেন প্রতি বছরেই বাড়ে সবজির দাম তবে এই বছরে মাত্রা ছাড়িয়ে গেল সবজির দাম। এতো দাম সবজির যে কেনা তো দুরের কথা ধরাই যায় না। শিলিগুড়িতে সব বাজারেই সবজির আগুন দাম বেড়ে গেছে। আলু ভালো কিনলে পঞ্চাশ টাকা কেজি, ভাবা যায়, এর চাইতে মাছ কেনা ভালো, মাংস কিনলেও কাজে দেবে। তবে বাঙালীরা সবজি কিনতে ভালো বাসেন তাই হয়তো মাছ কিনেও সবজির দিকে চলে যাচ্ছেন, যদি সস্তায় কিছু পাওয়া যায় সবজি