সবে মাত্র এসেছে, এখনো জমেনি শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের বাজার
শিলিগুড়ি : কয়েকদিন হল শুরু হয়েছে শিলিগুড়ির ভূটিয়া মার্কেট। তাই এখনো পর্যন্ত সেভাবে জমে ওঠেনি ভূটিয়া মার্কেটের বাজার। শিলিগুড়ির ভূটিয়া মার্কেট এখন অপেক্ষায় আছে কবে মানুষ আসবে ভুটিয়া মার্কেটে গরম জামা কাপড়ের বাজার করতে। শিলিগুড়ি শহরে বেশ কয়েকদিন ধরে কিছুটা হলেও ঠান্ডা ক্রমশ বেড়েছে। আর তারপরে পরেই মানুষ বাজারে আসছেন ভুটিয়া মার্কেটের জিনিস কিনতে। তবু এখনো সেভাবে শিলিগুড়িতে ঠান্ডা না পড়ায় সেভাবে মানুষ আসছেন না দোকানে । এদিকে অনেকেই জানান এবারে ভূটিয়া মার্কেট আগের থেকে জমজমাট হবে। এমনকি আবহাওয়াবিদরা জানিয়েছেন আগের থেকে এবার ঠান্ডা বাড়বে শিলিগুড়ি শহরে। কাজেই এবার আশা করা যাচ্ছে এবার আগের থেকে মানুষ বেশি আসবেন ভূটিয়া মার্কেটে। ভিড় হবে এমনটাতেই আশাবাদী শিলিগুড়িতে যারা বাইরে থেকে এসে গরম জামা কাপড় বিক্রি করছেন। তবে সেভাবে এখনো জমে ওঠেনি বাজার। এমনটাই মত পাহাড় থেকে আসা ভূটিয়া বিক্রেতাদের।


