সাইবার ক্রাইম চলত বিদেশিদের ফাঁদে পেলে , ১৯.৫ লক্ষ টাকা সহ পুলিশ যুবককে গ্রেপ্তার করল শহর কলকাতায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে টেকনোসিটি থানার অন্তর্গত বহুতল আবাসন থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত যুবকের নাম বিকাশ কুমার রায় (২৯)। জানা গিয়েছে, শাপুরজি পল্লোনজি সুখবৃষ্টি আবাসনের ১৩০৩ নম্বর ফ্ল্যাটে থাকতেন তিনি। সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আবাসন থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গভীর রাতে ওই যুবকের ফ্ল্যাটে একাধিক মূল্যবান জিনিস উদ্ধারও করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, যুবকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ যেখানে যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে প্রতারণার চ্যাট, অ্যামাজন অ্যাকাউন্টে লগইনের প্রমাণ এবং রিমোট এক্সেস সংক্রান্ত ডেটা মেলে । দুটি মোবাইল ফোনও মেলে অভিযুক্তের থেকে। জানা যায় , ওই যুবক বিদেশে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতেন ওই ফোন। এছাড়াও আরও তিনটি মোবাইল ফোনে একাধিক অপরাধের প্রমাণও মেলে । উদ্ধার হয় আরও তিনটি মোবাইল ফোন এবং একটি রাউটার।

পুলিশের প্রাথমিক অনুমান, নিজের অপরাধমূলক কাজের জন্যই এই ফোন ব্যবহার করত ওই যুবক। অভিযুক্তকে জেরা করে রাতেই কসবার পিকনিক গার্ডেন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করে নগদ ১৯.৫ লক্ষ টাকা। মোট ৫০,০০০ টাকার ১৯টি বান্ডিল উদ্ধার করে পুলিশ। অভিযুক্তকে হেফাজতে রেখে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলে পুলিশের তরফে । পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি বিদেশি নাগরিকদের লক্ষ্য করে প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা চালাত বলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *