সাত সকালে দুঃসাহসিক চুরি চুনাভাটির কালীমন্দিরে, তীব্র ক্ষোভ এলাকায় বাসিন্দাদের মধ্যে
নিজস্ব সংবাদদাতা : দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকার চুনাভাটির একটি কালীমন্দিরে। জানা গেছে এদিন মন্দিরের মায়ের মূর্তির কপালে লাগানো সোনার টিপ ও টিকলি সহ দানবাক্সে থাকা কয়েক হাজার টাকা এবং মন্দিরের ভিতরে থাকা বেশ কিছু সামগ্রী চুরি করে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় । সাকম্বরী চন্ডী মায়ের মন্দিরটি অবস্থিত ফুলবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি মোড় সংলগ্ন ঠিক এশিয়ান হাইওয়ে রাস্তার পাশে। আর সেই মায়ের মন্দিরেই গভীর রাতে চুরির ঘটনা ঘটে । ওই মন্দিরের পুরোহিত পরদিন সকালে উঠে মন্দিরের সামনে যেতেই দেখেন মন্দিরের গ্রিলের একটি অংশ ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে ।

এরপরে ভিতরে দেখতে পান মন্দিরে দানপত্র সহ মায়ের সোনার অলংকার চুরি গিয়েছে । তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করে। এদিকে এই ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার বাসিন্দারা, তারা জানিয়েছেন প্রশাসন কিছুই করছে না বারবার একই ঘটনা ঘটে যাচ্ছে। বহিরাগতরা বেশি আসলে এই ধরনের ঘটনা শুরু হয়ে যায়। মানুষের হাতে কাজ না থাকলে, বেকার ছেলেদের হাতে কাজ না থাকলে কি করবে তারা?