সামান্য দিনমজুরের মেয়ে থেকে গুগলের সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার , জলপাইগুড়ির বিরাট গর্ব শ্রেয়া সরকার
জলপাইগুড়ি: স্বপ্ন দেখার সাহস থাকলে, সাফল্য কোনও দূরের জিনিস নয়—এ কথার জীবন্ত প্রমাণ জলপাইগুড়ির অরবিন্দনগরের মেয়ে শ্রেয়া সরকার। বাবা স্টিল ফার্নিচারের দোকানের একজন সাধারণ কর্মচারী, মা গৃহবধূ। চরম অর্থনৈতিক সংকটের মাঝেও হার মানেননি তিনি। পড়াশোনার প্রতি অদম্য জেদ আর মেধা দিয়ে শেষ পর্যন্ত গুগল-এ সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিলেন এই তরুণী, যেখানে তাঁর বার্ষিক বেতন ৫৪ লক্ষ টাকা!

জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন শেষ করেছেন শ্রেয়া। পারিবারিক অবস্থা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ তাঁর ফি মকুব করেছিল। কলেজে পড়তে পড়তেই গুগলে ইন্টার্নশিপ করেছেন। দিনের পর দিন কঠোর পরিশ্রম আর অনুশীলনের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত প্রি-প্লেসমেন্ট অফার লেটার পৌঁছায় তাঁর কাছে। আজ শ্রেয়া গুগলের বেঙ্গালুরু অফিসে কাজ করছেন, তবে স্বপ্ন ছুঁয়েও যেন অবাক শ্রেয়া। তাঁর কথায়—”গুগলে চাকরি পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। তবে সেই স্বপ্ন ছোঁয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, তা কেবল আমি জানি আমি আরো এগিয়ে যেতে চাই জানালো শ্রেয়া।