সিবিআই প্রসঙ্গ , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক করলেন নবান্নে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্যে দিনের পর দিন ঘটছে নানান বিতর্কিত ঘটনা । আর এর প্রত্যেকটি ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার একটি জরুরি বৈঠক ডেকেছিলেন নবান্নে। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন আইন মন্ত্রী মলয় ঘটক, আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বর্ষীয়ান আইনজীবী তথা বিধায়ক অশোক দেব।

মুখ্যমন্ত্রী এই বৈঠকে কী বলেছেন, সে ব্যাপারে কিছু স্পষ্ট জানা না গেলেও সূত্রের খবর তিনি তৃণমূলের লিগ্যাল সেলকে আরও দুর্ভেদ্য করার কথা বলেছেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী সিনিয়র আইনজীবীদের পরামর্শ নেওয়ার কথাও বলেছেন । একইসাথে জানা গেছে, মুখ্যমন্ত্রী রাজ্যপালের চিঠি প্রসঙ্গও তোলেন নবান্নের বৈঠকে।এদিকে বিশেষজ্ঞদের মতে, রাজ্যে কলকাতা হাইকোর্ট যেভাবে একের পর এক মামলা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে তাতে ক্রমশ কিন্তু জটিল হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর এতে রাজ্যের অস্বস্তি বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *