সিবিআই লালার শ্বশুরবাড়িতে তল্লাশি চালালো কয়লাপাচার মামলায়
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে সিবিআই তল্লাশি চালাল কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালার শ্বশুরবাড়িতে৷ সেইসঙ্গে আত্মীয়স্বজনদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনকি লালার সন্ধানে৷ শুক্রবার কলকাতা, আসানসোল, বর্ধমান ও পুরুলিয়ায় একসঙ্গে তল্লাশি চালায় সিবিআই৷ ইতিমধ্যেই সিবিআই তল্লাশি চালিয়েছে তাঁর পুরুলিয়ার নিতুড়িয়ার বাড়িতেও৷
কয়লা ও গরু পাচারকাণ্ডে কেন্দ্রীয় সংস্থা সিবিআই তদন্তের গতি বাড়িয়েছে রাজ্যে বিধানসভা ভোটের মুখে।এবার সিবিআইয়ের আবেদন কয়লাকাণ্ডে প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করারও। আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে এই আবেদনই জানিয়েছেন তদন্তকারীরা।প্রসঙ্গত , বছরের পর বছর ধরে কয়লাপাচার করে বিপুল সম্পত্তি হয়েছে লালার।এরাজ্যের পাশাপাশি লালার সম্পত্তি রয়েছে এমনকি ভিনরাজ্যেও। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জমা দিয়েছে লালার সব সম্পত্তির তালিকাও।