সেচদপ্তরে নিয়োগের ফাঁদ পেতে প্রতারণা চক্র, মামলা দায়ের করলো বিধাননগর পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : সেচদপ্তরে নিয়োগের নামে প্রতারণা চক্রের হদিশ পেল বিধাননগর সাইবার ক্রাইম থানা। সেই ফাঁদে পা দিয়ে হাওড়ার এক যুবক ১ লক্ষ টাকা খুইয়েছিলেন। ওই ঘটনায় বুধবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করলো বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

এমনকি এর আগেও প্রতারিত যুবক জেনারেল ডায়েরি করেছিলেন। এবার এফআইআর রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। চক্রের পান্ডা এবং এজেন্টদের খোঁজ শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ওই যুবক একটি চক্রের ফাঁদে পড়ে সেচদপ্তরে গ্রুপ-ডি পদে চাকরির অফার পেয়েছিলেন। তিনি সরকারি চাকরির লোভে পড়ে এক লক্ষ টাকা দিয়েও ফেলেন। এক শিক্ষক তাঁর কাছ থেকে ওই টাকা নিয়েছিলেন। সেই শিক্ষকের নাম তিনি পুলিশের কাছে বলেছেন। গত ৩ জুলাই ‘ই-মেল’ মারফত তিনি গ্রুপ-ডি পদে চাকরির ভুয়ো নিয়োগপত্রও পেয়ে যান। পরদিন অর্থাৎ, গত ৪ জুলাই তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেই মতো তিনি নিয়োগপত্র পেয়ে পৌঁছেও গিয়েছিলেন সেচদপ্তরে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, এই ধরনের কোনও নিয়োগই হয়নি। তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন।
জানা গেছে গত ২৮ জুলাই তিনি সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে জেনারেল ডায়েরি করেন। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নামে বড় প্রতারণা চক্র রয়েছে। চক্রের সঙ্গে অনেকেই যুক্ত। তাই বুধবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। হাওড়ার ওই যুবক যে শিক্ষককে এক লক্ষ টাকা দিয়েছিলেন, এফআইআরে তাঁর নামও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের সঙ্গে যুক্ত সবাইকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে বেশ কিছু ডিজিটাল তথ্যও মিলেছে।

