তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট নয় ,প্রশান্ত কিশোর কাজ করছেন বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ করার লক্ষেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রশান্ত কিশোর মোদী বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক জোট করার চেষ্টা করে যাচ্ছেন সমগ্র দেশে। তিনি এমনই আভাষ দিয়েছিলেন। কিন্ত এদিকে বিজেপির ঘনিষ্ঠ গনমাধ্যমগুলি বার বার বলতে থাকে পিকে নাকি কংগ্রেসকে বাদ দিয়েই কাজ করছেন তৃতীয় এবং চতুর্থ ফ্রন্ট গড়ার জন্য। তিনি বারবার শারদ পাওয়ারের সঙ্গে যোগাযোগ করছেন বৈঠক করছেন। এসব কথা প্রচার করা হচ্ছিল ফলাও করে। কিন্ত কোনো জোট করা সম্ভব নয় কংগ্রেসকে বাদ দিয়ে। এমনকি সম্ভব নয় মোদীকে সরানোও। আজ পিকে সেই কথা স্পষ্ট করলেন। প্রশান্ত কিশোর আজ আরও বলেছেন, ‘‘আমি বিশ্বাস করি না, কোনও তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপি-কে সফল চ্যালেঞ্জ ছুড়তে পারবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে। আমিও যুক্ত নই এ রকম কোনও কিছুর সঙ্গে।’’ তৃতীয় ফ্রন্টের ধারণাকে তিনি ‘সেকেলে’ বলেও মনে করেন।

এদিকে তৃতীয় ফ্রন্টের সম্ভাবনা জোরদার হয়েছিল এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে গত দু’সপ্তাহে প্রশান্তের দু’টি বৈঠক ঘিরেই। সোমবারও দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে পওয়ারের বাড়িতে। এর পরই বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া যশবন্ত সিন্‌হা একটি বৈঠকের ডাক দিয়েছেন বিরোধী দলগুলিকে নিয়ে । মঙ্গলবার সেই বৈঠক হওয়ার কথা পওয়ারের বাড়িতেই। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার সম্ভাবনা জোরদার হয়েছিল এই বৈঠক ঘিরেই। রাজনৈতিক মহলে প্রশান্তের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছিল সেই ফ্রন্ট গড়ার ক্ষেত্রেও। এ রকম সময়েই প্রশান্ত নিজের অবস্থান জানালেন তৃতীয় ফ্রন্টের ব্যাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *