সেতু নেই ওড়িশার এই আদিবাসী গ্রামে, নদী পেরতে গ্রামবাসীদেরএকমাত্র ভরসা দড়ি
বেস্ট কলকাতা নিউজ : ওড়িশার আদিবাসী অধ্যুষিত গ্রাম কাদামাহা। কন্ধমাল জেলার এই প্রত্যন্ত গ্রামে নেই কোনও পাকা রাস্তা, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র। তাই অন্য পড়াশোনা ও চিকিৎসার জন্য অন্য গ্রাম কিংবা শহরে যেতে হয়। সেজন্য পেরতে হয় খরস্রোতা নদী। কিন্তু সেখানে কোনও সেতু নেই। তাই দড়ি ধরে নদী পারাপার করতে হয় গ্রামবাসীদের। আর ছোট ছেলে-মেয়েদের নৌকা বা বড় ধাতব কোনও পাত্রে বসিয়ে নদী পার করা হয়। সম্প্রতি প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীদের নদী পেরনোর একটি ভিডিও সামনে এসেছে।

ভিডিওতে স্কুলের পোশাক পরা শিশুদের ধাতব পাত্রে বসে নদী পেরতে দেখা গিয়েছে। নদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার জন্য টাঙানো রয়েছে একটি লম্বা দড়ি। গলা সমান জলে দড়ি ধরে মহিলাদের নদী পার হওয়ার ঘটনাও ভিডিওতে ধরা পড়েছে। বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে ব্রিজের দাবিতে একাধিকবার দরবার করেছেন তাঁরা। কিন্তু বারবার খালি হাতেই ফিরতে হয়েছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনও নিরুত্তর। আর এই ঘটনায় ওড়িশা সরকারের উদাসীনতার প্রবল সমালোচনায় সরব বিভিন্ন মহল। জানা গিয়েছে, নিজেদের সমস্যার ব্যাপারে বারেবারেই প্রশাসনের নজর কাড়ার চেষ্টা করেছেন স্থানীয়রা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বালিগুড়া ব্লকের এই আদিবাসী প্রধান গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে খরস্রোতা বুধা নদী। গ্রামটিতে রয়েছে প্রায় শাতধিক পরিবারের বাস।

