সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব! আমেরিকায় ফের অভিযুক্ত আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হিন্ডেনবার্গ রিপোর্টের পর ফের আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের সৌর প্রকল্পের জন্য সরকারি আধিকারিকদের ২২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে । ঘুষ-কাণ্ডে নাম জড়িয়েছে গৌতম আদানির ভাগ্নে সাগর আদানিরও ৷

সিকিউরিটিজ জালিয়াতি এবং সিকিউরিটিজ এবং তারের জালিয়াতি করার ষড়যন্ত্রের অভিযোগে বুধবার ৬২ বছরের গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে । এই মামলায় আদানি গ্রিন এনার্জি লিমিটেড এবং অন্য একটি ফার্মের জন্য ১ ২গিগাওয়াট সৌরশক্তির বরাত পেতে ভারত সরকারের আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল । যার বর্তমান অর্থমূল্য ২২০০ কোটি টাকারও বেশি । গৌতম আদানির পাশাপাশি তাঁর ভাইপো সাগরও এই মামলায় অভিযুক্ত । একই সঙ্গে, তা গোপন করে বিনিয়োগকারীদের প্রতারিত করেছেন বলেও অভিযোগ তাঁর বিরুদ্ধে।

এদিকে রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছে। সহকারি অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন, “আদানি এবং তাঁর সহযোগীরা দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে মার্কিন বিনিয়োগকারীদের খরচে রাষ্ট্রীয় শক্তি সরবরাহের বড় চুক্তি পেতে চেয়েছিলেন।” মার্কিন অ্যাটর্নি ব্রিয়ান পিস জানান, অভিযুক্তরা একটি স্কিম সাজিয়েছিলেন ৷ তাঁর কথায়, “আমাদের আর্থিক বাজারের অখণ্ডতার মূল্যে নিজেদের সমৃদ্ধ করার চেষ্টা করেছে।” ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানি এবং দুই সহযোগীকে মার্কিন সিকিউরিটিজ আইনের প্রতারণাবিরোধী বিধান লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। দু’টি মামলাই ব্রুকলিনের ফেডারেল আদালতে দায়ের করা হয়েছিল।

আদানির সঙ্গেই এই মামলায় রয়েছেন তাঁর ভাগ্নে সাগর আদানি, যিনি আদানি গ্রিন এনার্জির বোর্ডের নির্বাহী পরিচালক এবং ভনীত জৈন, যিনি ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোম্পানির প্রধান নির্বাহী ছিলেন এবং বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। অনলাইন আদালতের রেকর্ডে এমন একজন আইনজীবীকে রাখা হয়নি, যিনি আদানির পক্ষে কথা বলতে পারেন। সাগর আদানির আইনজীবী শন হেকার অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *