স্পেনে ভারী বৃষ্টিতে চরম বিপর্যয়, বার্সেলোনার কাছে লাইনচ্যুত কমিউটার ট্রেন, মৃত্যু হল চালকের, আহত হল ৩৭
নিজস্ব সংবাদদাতা : ভারী বৃষ্টির জেরে বার্সেলোনার কাছে একটি রিটেইনিং ওয়াল ধসে পড়ে কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়। জানা গেছে এই দুর্ঘটনায় ট্রেনের চালক প্রাণ হারান এবং অন্তত ৩৭ জন যাত্রী আহত হন। এদিকে ঘটনার পরপরই জরুরি পরিষেবা প্রদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপদে উদ্ধার করে ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতেই স্পেনের দক্ষিণাঞ্চলে আরেকটি ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।


