এক কথায় নজিরবিহীন! কাটোয়ার ব্যবসায়ী ফেরিঘাটের ইজারা নিলেন ছ’কোটি টাকারও বেশি দামে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লকডাউনে একরকম টালমাটাল অবস্থা দেশের আর্থিক পরিস্থিতির। তা কে বলবে? ফেরিঘাটের ইজারার অঙ্ক দেখ। ৬ কোটি ১৪ লক্ষ ২০ হাজার টাকার দর উঠল কাটোয়া-বল্লভপাড়া ফেরিঘাটের ইজারার৷ মঙ্গলবার কাটোয়া পুরসভায় পুর প্রশাসকের ঘরে দর হাঁকাহাঁকিও চলল প্রায় চার ঘণ্টা ব্যাপী। নিলামের দর হাঁকেন উপস্থিত ৮ জন ইজারাদার। কিন্তু শেষপর্যন্ত অশোক কুমার সরকার নামে এক ব্যক্তি তিন বছরের জন্য কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটের ইজারা পান ৬ কোটি ১৪ লক্ষ ২০ হাজার টাকায়।আরও জানা গেছে অশোকবাবু এই ফেরিঘাট ৭৭ লাখ টাকায় ইজারা নিয়েছিলেন তিনবছর আগেই। এ বছর ফেরিঘাটের ইজারা ধরে রাখতে তিনি দর হেঁকে বসেন ৬ কোটি টাকার উপর। এই ঘটনা একরকম নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে দেড়শো বছরের প্রাচীন পুরসভার নথিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *