স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা বীর শহীদ ভগৎ সিং – এর জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে
শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা বীর শহীদ ভগৎ সিং – এর জন্ম দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হল শিলিগুড়ি পুরনিগমের হলঘরে। এদিন পুরনিগমের হলঘরে একে একে উপস্থিত ছিলেন মেয়র, ডেপুটি মেয়র সহ শিলিগুড়ি পুরসভার অন্যান্য এম এম আই সি এবং কাউন্সিলর সকলেই । মেয়রএদিন জানান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর ভগৎ সিং এর নাম সোনার অক্ষরের লেখা আছে। আমরা খুব গর্বিত, যে ভগবানের মত মানুষকে আমরা পেয়েছিলাম বলে।
