স্বাস্থ্য দপ্তর এফআইআরের নির্দেশ দিল রাজ‍্যের বেআইনি নার্সিং স্কুলগুলির বিরুদ্ধে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোনো রকম সরকারি স্বীকৃতি নেই পশ্চিমবঙ্গে বেআইনিভাবে নার্সিং কোর্স চালু রেখেছে এমনই অনেক ইনস্টিটিউট। এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিল এই সব অনুমোদনহীন নার্সিং স্কুলের বিরুদ্ধেই। এর জন্য স্বাস্থ্য দপ্তর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিল অবিলম্বে ওই নার্সিং স্কুলগুলির বিরুদ্ধে এফআইআর করার জন্য। সোমবার গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক নির্দেশে জানানো হয়েছে, এই বিষয়টি নজরে এসেছে যে, এমন অনেক ইনস্টিটিউট পশ্চিমবঙ্গে রয়েছে, যে সব ইনস্টিটিউটের কোনও রকম স্বীকৃতি নেই নার্সিংয়ের কোর্স চালু রাখার জন্য। অথচ, বেআইনিভাবে নার্সিং স্কুল চালু রাখা হয়েছে ওই সব ইনস্টিটিউটে। এমনকি ওই সব নার্সিং স্কুলে পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য প্রতিনিয়ত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে খবরের কাগজেও।

এই বিষয়ে গতকাল সোমবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং হাওড়া এই ৫ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো এক চিঠিতে জানিয়েছেন, এই সব নার্সিং স্কুলের কোনও আইনি অধিকার নেই নার্সিং কোর্সে পড়ুয়াদের ভরতি নেওয়ার জন্য। কারণ, এই সব ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্বীকৃত নয় । এরাজ্যের কোন কোন ইনস্টিটিউট ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের স্বীকৃত, সেইসব ইনস্টিটিউটের নাম এই ওয়েবসাইটে দেখে নেওয়া যাবে : www.indiannursingcouncil.org এবং, www.wbnc.in ।

এদিকে এই ধরনের বেআইনি নার্সিং স্কুলগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে পাঠানো ওই চিঠিতে। এর জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর অবিলম্বে এফআইআর করার নির্দেশও দিয়েছে সংশ্লিষ্ট ইনস্টিটিউটগুলির বিরুদ্ধে। এই সব নার্সিং স্কুলে কোনও পড়ুয়া যাতে ভরতি হয়ে ঠকে না যেতে পারেন, তার জন্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে এই আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *