হাতির হামলায় দুই জনের মৃত্যু হল গড়বেতায় ও জামবনিতে, চরম আতঙ্ক এলাকা জুড়ে
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কুরচিডাঙা গ্রামে হাতির হামলায় মৃত্যু হয়েছে এক যুবকের । রাতে খাবারের খোঁজে হাতির পাল গ্রামের পথে যাওয়ার সময় হাতির পালের সামনে পড়ে যান তিনি। একটি দাঁতাল তাঁকে শুঁড়ে তুলে আছড়ে মেরে ফেলে। তবে হাতির হামলায় ওই যুবকের মৃত্যুর ঘটনায় গড়বেতার কুরচিডাঙ্গা এলাকায় হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবার কে ক্ষতি পুরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। অপরদিকে রবিবার ভোরে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের বড়রাজ গ্রামে বাড়ি থেকে টেনে হিঁচড়ে ষাট বছর বয়সী নীলমণি মান্ডি নামে এক মহিলাকে পা দিয়ে পিষে একটি হাতি মেরে দেয়। যার ফলে এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা ছড়িয়ে পড়ে। জামবনি থানার পুলিশ রবিবার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। বন দফতরের পক্ষ থেকে মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।