হিংসার আগুনে জ্বলছে অসম, নতুন সংঘর্ষে প্রাণ গেল দু’জনের, ২ জেলায় বন্ধ হল ইন্টারনেট
বেস্ট কলকাতা নিউজ : আবারও অশান্ত হয়ে উঠল অসমের কর্বি আংলাং এবং পশ্চিম কার্বি আংলাং জেলা । প্রাণ গেল দু’জনের । আহত হলেন ৩৮ জন পুলিশ কর্মী-সহ ৪৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্বি আংলাং এবং পশ্চিম আংলাং জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দিয়েছে প্রশাসন । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে । পাশাপাশি দুজনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন তিনি । এদিকে মৃতদের পরিচয় জানিয়েছে পুলিশ । কর্বি আংলাংয়ের একটি পোড়া বাড়ি থেকে সুরেশ দে নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। পাশাপাশি সংঘর্ষে অথিক তিমুং নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলায় পেশাদার চারণভূমি সংরক্ষণ এলাকা (পিজিআর) এবং গ্রাম চারণভূমি সংরক্ষণ এলাকা (ভিজিআর)-র জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদের দাবিতে গত ১২ দিন ধরে অনশন ধর্মঘট চলছে ৷ তার মধ্যেই এদিন সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। আর তার জেরেই প্রাণ গেল দু’জনের।


