হু-হু করে ক্রমশ বাড়ছে গুলেন বেরি আক্রান্তের সংখ্যা, মৃত্যু হল ৭ জনের, চরম উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গুলেন বেরি ঘিরে এখনও উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত শুধুমাত্র মহারাষ্ট্রেই গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন প্রায় ২০০ জন। মৃতের সংখ্যাও বাড়ছে। এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অনেকে। এদিকে সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মহারাষ্ট্রে গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন ১৯২ জন। যাঁদের মধ্যে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে। সাতজনের মৃত্যু হয়েছে এই সিন্ড্রোমে। যাঁদের মধ্যে একজনের ক্ষেত্রে নিশ্চিত জানা গেছে, বাকি ছ’জনের মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে এখনও নিশ্চিত হয়নি স্বাস্থ্য দপ্তর।

বর্তমানে গুলেন বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন ৪৮ জন। ভেন্টিলেশন সার্পোটে রয়েছেন আরও ২১ জন। সদ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১ জন। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা পুনেতে। মূলত সাধারণ ব্যাক্টেরিয়া, ভাইরাসঘটিত সংক্রমণে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে৷ এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলে, স্নায়ুগুলিও ঠিকমতো কাজ করে না৷ হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ারও চরম আশঙ্কাও থাকে৷ এমনকি শ্বাসকষ্টের সমস্যা, খাবার খেতেও সমস্যা দেখা দেয়৷ এদিকে বর্তমানে সকলকে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও । পাশাপাশি জল ভাল করে ফুটিয়ে তারপর খেতে বলেছেন। আচমকা এই রোগ কীভাবে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের নিয়ে বিশেষ টিম গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *