১০ হাজার টাকার বাজেটেই এবার পাওয়া যাবে ভালো স্মার্ট ফোন
বেস্ট কলকাতা নিউজ : ফোন কিনতে ইচ্ছুক ? যে ফোনের ক্যামেরা হবে দুর্ধষ কোয়ালিটির ৷সাথে থাকবে ভালো ব্যাটারি ব্যাকআপ ৷ ফোনটির লুক হবে স্মার্ট৷ সবকিছু চাই অথচ বাজেট ১০ হাজার টাকা ৷ এই বাজেটে এমন ফোন পাবেন কি পাবেন না তাই নিয়ে মনে দোনামোনা? কোনো চিন্তা নেই৷এবার দশ হাজার বাজেটের মধ্যেও পেয়ে যাবেন ভালো ভালো স্মার্টফোন৷এবার দেখে নিন কিছু নামে ব্রান্ডের স্মার্ট ফোনের তালিকা
রেডমি নোট ৭: এবার আরাম্ভ করা যাক রেডমি নোট ৭ দিয়ে৷ ফোনটি বাজারে ছাড়ে রেডমি৷ ৬.৩ ইঞ্চির ফুল এইচডি ও নচ স্ক্রিন গ্লাস বডির নোট ৭ এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি৷ রয়েছে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন৷ ১২ এমপি+২ এমপি ডুয়াল ক্যামেরা৷ সেলফি ক্যামেরা ১৩ এমপি৷ ৩ জিবি ৩২ জিবি স্টোরেজ নোট ৭ এর দাম ৯ হাজার ৯৯৯ টাকা৷
নোকিয়া ৫.১ প্লাস: দাম কমার পর নোকিয়া ৫.১ ফোনটি ঢুকে পড়েছে ১০ হাজারের কোটার মধ্যে
৷ মেডিয়াটেক হেলিও পি৬০ চিপের নোকিয়া ৫.৮ ইঞ্চি এইচডি ও নচ ডিসপ্লে স্ক্রিনের ফোনটি মিলছে ১৩ এম+৫এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা৷ ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি স্টোরেজ ফোনটি পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯৯৯ টাকায়৷
রিয়েলমি ৩: শাওমি বাজারে নতুন হ্যান্ডসেট লঞ্চ করলে অপোর সাব ব্র্যান্ড রিয়েলমিও তৈরি থাকে৷ রিয়েলমি ৩ লঞ্চ করা হয়েছে শাওমির নোট ৭কে টক্কর দিতে ৷ দেখতে স্টাইলিশ৷ ১৩ এমপি+২এমপি ক্যামেরা৷ আর সেলফি ক্যামেরা ১৩ এমপি৷ ৬.২২ ইঞ্চি এইচডি+ডিসপ্লে৷ ব্যাটারি ৪২৩০ এমএএইচ রিয়েলমি ফোনটি একবার ফুল চার্জ দিলে দুই দিন টানা চলবে৷ ফোনটির অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড পাই ওএস৷ ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি স্টোরেজ ফোনটি পেয়ে যাবেন ৮ হাজার ৯৯৯ টাকায়৷
অনর ৯এন: কম দামে নচ ডিসপ্লে ফোন এনে চমকে দিয়েছিল অনর ৯ এন৷ ৫.৮৪ ইঞ্চের নচ ডিসপ্লে সঙ্গে ফুল এইচডি ও রেজলিউশন ২২৮০*১০৮০ পিক্সেল ফোনটির চাহিদা বাজারে ভালোই৷ তবে ব্যাটারি অন্যান্য ফোনের তুলনায় কম৷ ফোনটির ব্যাটারি ৩০০০ এমএএইচ৷ অ্যানড্রয়েড অরিও এর অপারেটিং সিস্টেম৷ ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি স্টোরেজ ফোনটি পাওয়া যাবে ৮ হাজার ৯৯৯ টাকায় ৷
আনুস জেনফোন ম্যাক্স প্রো এম২: স্টাইলিশ আনুস ফোনটি ৬.২৬ ইঞ্চি ফুল এইচডি+নচ ডিসপ্লে৷ অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ও প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৬০ এসওসি৷ এছাড়া রয়েছে ১২ এমপি+৫এমপি ডুয়াল রিয়ার ক্যামেরা৷ সেলফি ক্যামেরা ১৩ এমপি৷ নোট ৭ এর থেকে ফোনটির ব্যাটারি বেশ ভালো৷ ফোনটি ব্যাটারি ৫০০০ এমএএইচ৷ ৩ জিবি ব়্যাম ও ৩২ জিবি স্টোরেজ ফোনটির দাম ধরা হয়েছে ৯ হাজার ৯৯৯ টাকা৷