দার্জিলিং এর বিপরীত পাহাড়ে রয়েছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা স্থানীয়দের কাছে পরিচিত দাওয়াইপানি নামেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : দার্জিলিং এর বিপরীত পাহাড়ে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দাওয়াইপানি। স্থানীয় ভাষায় দাওয়াইপানি অর্থ হল ‘ওষুধযুক্ত জল’, নামটি স্থানীয় নদী(খোলা) থেকে প্রাপ্ত যেটি গ্রামের মধ্য দিয়ে বয়ে যায়। দার্জিলিং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৬৫০০ ফুট দাওয়াইপানির। পাইন আর ধুপি গাছের জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি গ্রাম।

প্রতিদিনের ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে এবং ভেসে বেড়ানো মেঘের কোলে নির্জনে কয়েকটা দিন যদি কাটাতে চান, উত্তরবঙ্গের দাওয়াইপানি আসতে পারেন। এখানে হোমস্টের বিছানা, জানলা ও বারান্দা দিয়ে সারাদিন ধরে উদাত্ত কাঞ্চনজঙ্ঘার অপরূপ নয়নাভিরাম সৌন্দর্য মনকে অন্য মাত্রায় শান্তি দেয়। প্রতিক্ষণে পাল্টে যায় তুষার শুভ্র শিখর ও সমগ্র পর্বত মালার রূপ। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতেই প্রতি বছর প্রচুর মানুষ এখানে ভিড় করেন। এরকম সুন্দর ভিউ পেতে এখানে দুদিন কাটিয়ে যেতে পারেন। আপনি এখান থেকে কাছেই তাকদা, তিনচুলে, পেশক, লামাহাটা, তিস্তা, দার্জিলিং, কালিম্পঙ ঘুরে নিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *