২১ কেজি ওজনের ক্রোকোডাইল প্রজাতির মাছ ধরা পড়ল সুন্দরবনের নদীতে
বেস্ট কলকাতা নিউজ : মৎস্যজীবীদের জালে এক বিরল প্রজাতির মাছ উঠে এল সুন্দরবনের রায়মঙ্গল নদীতে। জানা গেছে মাছটির বিজ্ঞানসম্মত নাম-পাপ্পিল্লোকুলিসেপ্স লঙ্গিসেপ্স। ধূসর কালো রংয়ের ক্রোকোডাইল প্রজাতির ৩ ফুট লম্বা ১ ফুট চওড়া মাছটি মৎস্যজীবী অনুপ মণ্ডলের মাছ ধরার জালে ধরা পড়ল বসিরহাটের হিঙ্গলগঞ্জ স্বরূপকাঠি রায়মঙ্গল নদীতে। যার ওজন প্রায় ২১ কেজি ২০০ গ্রাম। এমনকি এর ১৮,৪৩০ টাকা দাম ওঠে হিঙ্গলগঞ্জ মৎস্য বাজারে নিয়ে এলে। সচরাচর এই মাছগুলি দেখা যায় বঙ্গোপসাগরে।
অনেক সময় মৎস্যপ্রেমীরা বাড়ির মাছ সংরক্ষণ অ্যাকোয়ারিয়ামে এই প্রজাতিরই ক্ষুদ্র আকারের মাছ সংরক্ষণ করে রাখেন ।রায়মঙ্গলের মানুষ ভিড় জমান এই বিরল প্রজাতির মাছ দেখতে। এর পাশাপাশি এদিকে মৎস্যজীবীদের অনুমান পাশেই সুন্দরবনের ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগরের বেষ্টনী হওয়ায় দিক থেকে মাছটি ভুল করে নদীতে ঢুকে পড়েছে বলেও।