২২ জানুয়ারি রাজ্যের ৪ পুর নিগমের নিরাপত্তার দায়িত্বে কারা থাকছে, কমিশন জানিয়ে দিল বৈঠকের পর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও পুলিশ কমিশনাররা বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে একটি বৈঠক করেন আগামী ২২ জানুয়ারি পুর নিগমের ভোটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ওই বৈঠকের পরে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় কমিশন রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখছেন আগামী ২২ জানুয়ারি ৪ পুর নিগমের পুরভোটে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। এমনকি সশস্ত্র পুলিশও মোতায়েন থাকবে প্রত্যেক বুথে। এছাড়াও সশস্ত্র পুলিশ থাকবে বুথ সংলগ্ন এলকাতেও।
এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার কী পরিমাণ বাহিনী দিতে পারবে তা কমিশনকে জানিয়ে দিতে হবে ৮ জানুয়ারির মধ্যে । বাহিনীর বিষয়টি স্পষ্ট হলেই কমিশন ঠিক করবে কোন পুরসভায় কত বাহিনী থাকবে। ২২ জানুয়ারি ভোট নেওয়া হবে চন্দননগর ,বিধাননগর , আসানসোল ও শিলিগুড়ি পুর নিগমে।