ফের একাধিক ট্রেন বাতিল করা হল করোনার জেরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের করোনা গ্রাফ ক্রমশ উর্ধমুখী বেশ কয়েকদিন ধরেই, ভয় ধরাচ্ছে এমনকি পরিসংখ্যানও। আর এর জেরেই ভারতীয় রেল ফের একবার বেশ কয়েকদিনের জন্য বাতিল করেছে তেজস এক্সপ্রেস। আপনি যদি লখনউ-নয়াদিল্লির তেজস এক্সপ্রেসের টিকিট বুকিং করিয়ে থাকেন সেক্ষেত্রে জরুরি খবর রয়েছে আপনার জন্য । রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এই বিষয়ে। রেলওয়ের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে ৯ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। ফের পরিষেবা চালু করা হবে আগামী দিনে পরিস্থিতি দেখে।

এদিকে আবার IRCTC শুক্রবার ৯ এপ্রিল থেকে লখনউ-নয়াদিল্লি-লখনউ তেজস এক্সপ্রেস (Tejas Express) বন্ধ করে দিয়েছে চলতি মাসের শেষ পর্যন্ত। ট্রেনটি চালানো হচ্ছিল সপ্তাহে ৪দিন যথাক্রমে শুক্রবার, শনিবার, রবিবার ও সোমবার।এর আগে আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে ২ এপ্রিল থেকে। এই বিষয়ে ট্যুইট করে জানিয়েছেন ওয়েস্টার্ন রেলওয়ের মুম্বই ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার। ট্যুইটে জানানো হয়েছিল ট্রেন নম্বর 82902/82901 ১ মাসের জন্য বাতিল করে দেওয়া হয়েছে ২ এপ্রিল ২০২১ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *